বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখেরও বেশি

বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখেরও বেশি

সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ লাখেরও বেশি মানুষ মারা গেছেন। এছাড়া শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ছয় কোটি।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ২৬। একই সময়ে মোট মৃত্যু হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৯১৫ জনের। এছাড়া, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ৭৬ হাজার ৫৯৮।

করোনা সবচেয়ে বেশি দাপিয়ে বেড়াচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬। এছাড়া মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।

অন্যদিকে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ লাখ ৭১ হাজার ৭৮০। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ২২৭ জনের।

এমজে/