হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৭০ সদস্য অসুস্থ

হোটেলে খাবার খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ৭০ সদস্য অসুস্থ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সদস্যরা। তাদেরকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন অসুস্থ হওয়ার বিষয় নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেল) আমিরুল্লাহ।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালন করতে আসা বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য 'ইত্যাদি' নামে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে পীড়া দেখা দেয়। বিকেলের মধ্যেই অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাদের অবস্থার উন্নতি হচ্ছে না তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমজে/