আল জাজিরার অনুসন্ধানমূলক প্রতিবেদন সরানোর নির্দেশ পায়নি ফেসবুক

আল জাজিরার অনুসন্ধানমূলক প্রতিবেদন সরানোর নির্দেশ পায়নি ফেসবুক

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম (২০ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারকে উদ্ধৃত করে জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ আল জাজিরার প্রতিবেদনটি সরিয়ে ফেলতে রাজী হয়েছে এবং এ দ্রুত এই ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে অর্ধেক খরচে বাংলা ভাষায় এসএমএস সেবা চালু করার অনুষ্ঠানে তিনি একথা জানান।

মন্ত্রীকে উদ্ধৃত করে আরও বলা হয়, আদালতের নির্দেশনার কপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তারা আল জাজিরার রিপোর্টটি সরিয়ে নেবে। এমন পটভূমিতে ফেসবুকের তরফ থেকে শনিবার রাতে একটি বিবৃতি দেয়া হয়েছে।

ফেসবুক বলেছে, আমরা বিটিআরসির কাছ থেকে ডকুমেন্টারি সরিয়ে নেওয়ার জন্য হাইকোর্টের লিখিত নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোন বিবৃতি দেইনি।

আল জাজিরা টেলিভিশন যে প্রতিবেদন প্রচার করেছে, হাইকোর্ট গত ১৭ই ফেব্রুয়ারি সেই প্রতিবেদন অনলাইন প্ল্যাটফর্ম ও সব ধরনের সামাজিক মাধ্যম থেকে অবিলম্বে সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে।

এমজে/