কুয়েতে সাজা পাওয়া এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা

কুয়েতে সাজা পাওয়া এমপি পাপুলের আসন শূন্য ঘোষণা

কুয়েতে সাজাপ্রাপ্ত এমপি কাজি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই তথ্য জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

এতে বলা হয়, গত ২৮শে জানুয়ারি কুয়েতের আদালতের রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধের দায়ে চার বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়ার কারণে মোহাম্মদ শহিদ ইসলাম বাংলাদেশের সংবিধান অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নন।

সে কারণে রায় ঘোষণার তারিখ থেকে তার আসন, অর্থাৎ ২৭৫ নম্বর লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হল।

গত ২৮শে জানুয়ারি বাংলাদেশের লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের একটি আদালত চার বছরের জেল এবং ৫৩ কোটি টাকার বেশি জরিমানার দণ্ড দেয় ।

কুয়েতের পত্রিকায় এই খবর প্রকাশিত হয়। বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলোও তা নিশ্চিত করে।

এ ঘটনার পর জাতীয় সংসদে তার সদস্যপদ থাকবে কিনা - তা নিয়ে আলোচনা শুরু হয়।