কোয়াড নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনা রাষ্ট্রদূত

কোয়াড নিয়ে দেয়া বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনা রাষ্ট্রদূত

কোয়াড নি‌য়ে সাংবা‌দিক‌দের কা‌ছে মন্ত‌ব্যের ব্যাখ্যা দি‌য়ে‌ছেন চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং। বুধবার রাষ্ট্রীয় অতি‌থি ভবন পদ্মায় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌নের স‌ঙ্গে এক বৈঠ‌কে ব্যাখ্যা দেন জি‌মিং।

চীন থে‌কে আসা টিকা হস্তান্তর অনুষ্ঠা‌নে যোগ দি‌তে পদ্মায় যান চী‌নের রাষ্ট্রদূত। অনুষ্ঠান শে‌ষে পদ্মাতে পররাষ্ট্র স‌চি‌বের স‌ঙ্গে বৈঠক হয়। বৈঠ‌কে কী আলোচনা হ‌য়ে‌ছে জান‌তে চাই‌লে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা ব‌লেন, চীনা রাষ্ট্রদূ‌তের স‌ঙ্গে কো‌ভিড সহ‌যো‌গিতাসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। সেখা‌নে কোয়াড নি‌য়ে তার মন্ত‌ব্যের বিষ‌য়ে এক‌টি ব্যাখ্যা দি‌য়ে‌ছেন।

রাষ্ট্রদূত কী ব্যাখ্যা দি‌লেন জান‌তে চাই‌লে ওই কর্মকর্তা ব‌লেন, ব্যাখ্যা কী দি‌য়ে‌ছেন সেটা আমরা মি‌ডিয়ায় প্রকাশ কর‌বো না।

কূটনৈতিক সূত্রে জানা যায়, সোমবার (১০ মে) কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় চীনের রাষ্ট্রদূত যে মন্তব্য করেছিলেন, সেটার ব্যাখ্যা চাওয়া হয়। ওই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়াডে কোনোভাবে বাংলাদেশ যোগ দিলে ঢাকা-বেইজিং সম্পর্ক খারাপ হবে।

সূত্র জানায়, পররাষ্ট্রসচিবকে বুধবার চীনের রাষ্ট্রদূত বলেন, ওই মন্তব্যটি ‘আউট অব কনটেক্সটে’ করা হয়েছে। সম্পর্ক খারাপ করার কোনো অভিপ্রায়ে নয়। রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, মতবিনিময়ের সময় তিনি খোলামেলাভাবে কথা বলেছেন। বিশেষ কোনো উদ্দেশে নয়।