চোখ হারানো ২০ জনকে টাকা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চোখ হারানো ২০ জনকে টাকা দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা, ১ এপ্রিল (জাস্ট নিউজ) : চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা প্রাপ্ত চোখ হারানো ২০ জনকে এক কোটি করে মোট ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাসগুপ্ত আজ রবিবার হাইকোর্টে এ রিট দায়ের করেন।

তিনি জানান, রবিবার দুপুরে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে চিকিৎসক ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে শাস্তির নির্দেশনা চাওয়া হয়েছে।

একটি জাতীয় দৈনিকে চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন! শীর্ষক শিরোনামে ২৯ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

(জাস্ট নিউজ/এমআই/১২২৮ঘ.)