বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের চীনা কর্মী নিখোঁজ

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রের চীনা কর্মী নিখোঁজ

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের এক চীনাকর্মী নিখোঁজ হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে খাবারের বিরতির পর থেকে জিই কিংওয়েন নামের ৫০ বছর বয়সী ওই চীনা নাগরিকের খোঁজ মিলছে না বলে পুলিশ জানায়।

এস আলম গ্রুপের মালিকানাধীন ওই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে চীনের একটি প্রতিষ্ঠান। সেখানে বাংলাদেশি শ্রমিকের পাশাপাশি চীনা নাগরিকরাও কাজ করছেন।

বাঁশখালী থানার এসআই আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, “বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন বেলা ১১টার দিকে খাবারের বিরতি দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, চীনা কর্মীটি খাবারের বিরতিতে বের হয়ে আর প্রতিষ্ঠানে ফেরেনি।”

বিদ্যুৎকেন্দ্রের পাশেই চীনা কর্মকর্তা-কর্মীদের থাকার জন্য ডরমিটরি রয়েছে।

“সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি। কেন্দ্রের পক্ষ থেকে পুলিশে জানানোর পর আমরা তাকে খোঁজার চেষ্টায় রয়েছি,” বলেন এসআই আখতার।

বুধবার রাত ১১টা পর্যন্ত ওই চীনা ওই নাগরিকের খোঁজ মেলেনি।

জিই কিংওয়েন ‘মাউমিং কোম্পানি’র সাব-কনট্রাক্টর সিপিপি কোম্পানির পাইপ লাইনের একজন কর্মী।

বিদ্যুৎকেন্দ্রটির কাজ ইতোমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। নির্মাণ কাজ শুরুর পর থেকেই বিদ্যুৎকেন্দ্রটির কয়েকদফায় সংঘর্ষে স্থানীয় লোকজন-শ্রমিক মিলিয়ে ১০ জনেরও বেশি লোক মারা গেছে।