বাড়ছে মেঘনার পানি, ডুবছে নিম্নাঞ্চল

বাড়ছে মেঘনার পানি, ডুবছে নিম্নাঞ্চল

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের, পানের বরজ, রোপা আমন ধান, রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা তলিয়ে গেছে। ৭ই সেপ্টেম্বর বিকেল থেকে জোয়ারের পানি বৃদ্ধিতে হাইমচরের চরভৈরবি, কাটাখালি, নয়ানী লক্ষ্মীপুর, নীলকমল, উত্তর আলগী ও দক্ষিন আলীগ, গাজীপুর ও ডেলের বাজার, মহজমপুরে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়।

ক’জন ভুক্তভোগী জানান, তাদের মৎস্য খামারের মাছগুলোও জোয়ারের পানিতে ভেসে গেছে। ঘরের মধ্যে পানি প্রবেশ করায় রান্নাবান্নায় সমস্যা দেখা দিয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি তিনি জানেন এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ আছে। তবে বেড়িবাঁধের সংরক্ষণ এলাকা তাদের নজরদারিতে রয়েছে। আর বেড়িবাঁধের বাহিরের অংশের বাসিন্দাদের আগ থেকেই বলা আছে যাতে করে তারা তাদের মৎস্য খামার উঁচু করে সংরক্ষণ করে। কারণ স্থানীয়রা জানেন, (আঞ্চলিক ভাষায়) মনি আমবস্যায় পানি বৃদ্ধি পায়।

পুরো বিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারিতে আছে।