মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে

মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে

বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে তাকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে আটক করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে।

বুধবার তার নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হবে এবং মামলার পরেই তাকে আদালতে পাঠানো হবে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।

অপপ্রচার চালিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ডিজিটাল আইনে তার নামে মামলা হবে বলে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবে আলম রাতে মানবজমিনকে জানান, মুফতি কাজী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।

সোমবার রাতে মুফতি ইব্রাহিমের বাসায় ডিবি পুলিশের একটি দল গেলে তিনি ফেসবুকে লাইভে আসেন।

প্রায় ২০ মিনিটের বেশি সময় লাইভে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন। মুফতি ইব্রাহিম ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। তার দেয়া কিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দেয়া তার বক্তব্য সম্প্রতি আলোচনায় আসে।