মালয়েশিয়ায় ১৭২ জন বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় ১৭২ জন বাংলাদেশি অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের যৌথ অভিযানে ১৭২ জন বাংলাদেশি অভিবাসী কর্মী সহ মোট ২১৩ জন বিভিন্ন দেশের অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মাঝে ৩ জন নারীও রয়েছে।

বুধবার কুয়ালালামপুরের সেতাপার্কের ওয়ংসা মাজুতে অবস্থিত ২ টি নির্মাণ প্রকল্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির জাতীয় সংবাদমাধ্যম ও অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অভিবাসন আইনের অপব্যহার ও করোনাকালে স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করেছে। অনেকের ওয়ার্ক পারমিট আছে কিন্তু সেগুলো কনস্ট্রাকশন কাজের নয়। এগুলো প্লানটেশন, ক্লিনার ও রেস্টুরেন্টের কাজের জন্য বৈধ ছিল। তাই তাদেরকেও আটক করা হয়েছে।

এমজে/