মুগদা হাসপাতালে আগুনে চিকিৎসক-নার্সসহ আহত ৫

মুগদা হাসপাতালে আগুনে চিকিৎসক-নার্সসহ আহত ৫

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে ছয়তলায় করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।

হাসপাতালটির কোভিড আইসিইউ ইউনিটের ইনচার্জ ডা. আনিসুর রহমান যুগান্তরকে জানান, অগ্নিকাণ্ডের সময় সেখানে কোনো করোনার রোগী ছিল না।

চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ যে পাঁচজন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি চিকিৎসক-নার্স হলেন- রুমি খাতুন, জহিরল হক, মনিকা প্যারেরা, নাজমুল হোসেন ও অজ্ঞাত আরেকজন।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে মুগদা হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. এনায়েত হোসেন যুগান্তরকে জানান, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে— এসি বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এমজে/