পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

ফেরি স্বল্পতার পাশাপাশি পাটুরিয়ায় ৫নং ঘাটে বুধবার রো রো ফেরি আমানত শাহ্ ডুবে যাওয়ায় এ ঘাট বন্ধ থাকায় ফেরি সার্ভিস ব্যহত হচ্ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহন শ্রমিকসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ নৌরুট ব্যবহারকারী ২১ জেলার মানুষ।

সকালে বাস ও ব্যক্তিগত যানবাহনর চাপ কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী যানবাহনর সংখ্যা বাড়তে থাকে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ রয়েছে মানিকগঞ্জে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি এবং পচনশীল মালামার ট্রাক অগ্রধিকার ভিত্তিতে পারাপার করা হয়। অন্যান্য যানবাহণকে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়।

বিআইডব্লিটিসির সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, দুর্ঘটনাজনিত কারনে আমানত শাহ ফেরি, যান্ত্রিক ত্রুটির কারনে আরও ৩টি ফেরি বন্ধ রয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। ফেরি স্বল্পতার জন্য ঘাটে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।

এমজে/