করোনা শনাক্তের হার ৫ শতাংশের বেশি

করোনা শনাক্তের হার ৫ শতাংশের বেশি

দেশে করোনায় নতুন রোগী শনাক্ত ও পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বাড়ছে প্রতিদিন। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। ১০৯ দিন পর শনাক্তের হার ৫ শতাংশ ছাড়াল।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় শুধু ময়মনসিংহ বিভাগে একজন নারীর মৃত্যু হয়েছে। আগের দিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ১ হাজার ১৪০ জন। রোগী শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৬৭। এর আগে শনাক্তের হার ৫ শতাংশের বেশি ছিল গত ২০ সেপ্টেম্বর (৫ দশমিক ৬৭ শতাংশ)।

করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে। গত ডিসেম্বরের প্রথম কয়েক সপ্তাহ শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। কিছুদিন ধরে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৯১ হাজার ৯৩। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৮ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭০ জন সুস্থ হয়েছেন।

সারা বিশ্বেই এখন করোনার নতুন ধরন অমিক্রন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেশী দেশ ভারতে অমিক্রন ছড়িয়ে পড়েছে। দেশটিতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে।