পুলিশের মাধ্যমে গেল ভিসির খাবার, ফিরিয়ে দেওয়া হলো শিক্ষকদের

পুলিশের মাধ্যমে গেল ভিসির খাবার, ফিরিয়ে দেওয়া হলো শিক্ষকদের

এবার উপাচার্যের খাবার যেতে দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শিক্ষকের একটি প্রতিনিধি দলকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাসসহ বেশ কয়েকজন শিক্ষকের একটি প্রতিনিধি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে আসলে প্রথমে শিক্ষার্থীরা তাদের আটকে দেন। পরে দীর্ঘ আলোচনা শেষে শিক্ষার্থীরা খাবার দিতে সম্মত হন। তবে খাবার পৌঁছানো হয় পুলিশের মাধ্যমে।

এ সময় শিক্ষার্থীরা খাবারের ব্যাগ খোলে ভেতরে থাকা জিনিষ যাচাই করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীরা ভেতরে যেতে দেননি। এমনকি খাবার পৌঁছে দেওয়ার কথা বললে শিক্ষার্থীরা উপাচার্যের খাবার নিজে পৌঁছে দেবেন বলেও জানান। তবে প্রক্টরিয়াল বডির সদস্যরা খাবারগুলো শিক্ষার্থীদের হাতে দেননি।

মঙ্গলবার খাবার নিয়ে এসে ফেরার সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস বলেন, উপাচার্য অবরুদ্ধ থাকায় অনেকটা অসুস্থ। তাই তাকে দেখতে এসেছিলাম। আসার সময় কিছু খাবারও এনেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা যেতে দেননি। তবে খাবারগুলো পুলিশ দিয়ে শিক্ষার্থীরা পাঠিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, শিক্ষার্থীরাও সংকটাপন্ন। তাই তাদেরকে আমরা অনশন ভাঙ্গার অনুরোধ করি এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানাই। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়।

এর আগে গত রোববার বিকাল থেকে মানব দেয়াল তৈরি করে উপাচার্যের বাসভবনের ফটক বন্ধ করে দেন। এতে কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন উপাচার্য।

এমজে/