বাণিজ্যমেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির

বাণিজ্যমেলা বন্ধের সুপারিশ কারিগরি পরামর্শক কমিটির

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বিধি নিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বাণিজ্যমেলাও বন্ধ চায় বলেও জানানো হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলেও রাজধানীর অদূরে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ হয়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বিধিনিষেধ জারি করলেও দোকানপাট-শপিং মল বন্ধ ঘোষণা না করায় গত ১১ জানুয়ারি বাণিজ্যমেলা চালু রাখার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ তখন বলেছিলেন, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা এলেও শপিংমল বন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি। মেলা বন্ধের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তাই বাণিজ্যমেলা চলবে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধিনিষেধের কথা ক’দিন ধরেই জানিয়ে আসছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে মাস্ক না পরলে জরিমানাসহ ১১ দফা বিধিনিষেধ দেয়া হয়েছে। তাতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সভা-সমাবেশও বন্ধ রাখতে বলা হয়েছে। এ কারণেই বাণিজ্যমেলা চলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে প্রজ্ঞাপনে শপিং মল বন্ধের সিদ্ধান্ত না আসায় মেলা বন্ধ হচ্ছে না।