শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল সাড়ে ৫ কেজি সোনা

শাহজালালে ময়লার ঝুড়িতে মিলল সাড়ে ৫ কেজি সোনা

রাজধানীর শাহজালাল বিমানবন্দরের টয়লেটে থাকা ময়লার ঝুড়িতে প্রায় সাড়ে ৫ কেজি সোনা পাওয়া গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বুধবার সকালে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করেছে।

শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপপরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনার বার ছিল।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনার বারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমজে/