সপ্তাহজুড়ে বৃষ্টির পাশাপাশি থাকবে গরমও

সপ্তাহজুড়ে বৃষ্টির পাশাপাশি থাকবে গরমও

কখনও রোদ আবারও কখনও বৃষ্টি। বৃষ্টি হলেও কমছে না গরম। আবহাওয়া অফিস বলছে, বাতাসে জলীয়বাষ্প থাকায় গরম অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহ বৃষ্টির পাশাপাশি থাকবে ভ্যাপসা গরমও।

রোববার (১৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে- পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এছাড়া আগামী তিন দিন বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী বিভাগে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রংপুরের রাজারহাটে ৬৮ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগর থেকে বাতাসের সঙ্গে প্রচুর জলীয়বাষ্প ঢোকার ফলে আর্দ্রতা বাড়ছে, যা গরমও বাড়িয়ে দিচ্ছে। তিনি জানান, এপ্রিল-মে মাসের আবহাওয়ার ধরণটাই এ রকম।

এমজে/