খালাস পাওয়ার ১৮ বছর পর রায় বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

খালাস পাওয়ার ১৮ বছর পর রায় বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

সিলেটের দুলাল হত্যা মামলার আসামি ফারুক মিয়া খালাস পাওয়ার ১৮ বছর পর জেলে যেতে হবে। একইসঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বুধবার (১৫ জুন) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ফারুককে খালাস করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেন।

নিম্ন আদালতে ফারুকের মৃত্যুদণ্ডের রায় কমিয়ে যাবজ্জীবন করা হয়। তবে বহাল রাখা হয়েছে তার অর্থদণ্ড।

২০০০ সালের ৮ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় দুলালকে। ২০০২ সালে সিলেটের আদালত ফারুককে মৃত্যুদণ্ড দেন। পরে ২০০৪ সালে মামলা প্রমাণের অভাবে তাকে খালাস দেন হাইকোর্ট। হাইকোর্টের সেই রায়ই আজ বাতিল করেছে আপিল বিভাগ।