এখনও কুরবানির বর্জ্য পরিষ্কার হয়নি অনেক জায়গায়

এখনও কুরবানির বর্জ্য পরিষ্কার হয়নি অনেক জায়গায়

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পরিষ্কার হয়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কুরবানির বর্জ্য। রাজধানীর দক্ষিণ বনশ্রীর ৩ নাম্বার ওয়ার্ডসহ আশপাশের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে এমন চিত্র দেখা যায়। ঘোষিত চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও ময়লার স্তূপ পড়ে রয়েছে।

সিটি কর্পোরেশন থেকে আংশিকভাবে বর্জ্য নিয়ে যায় কিন্তু সেটা পুরোপুরি অপসারণ করে না বলে অভিযোগ স্থানীয়দের।

অনেকেই নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেই পরিষ্কার করছেন। কিন্তু রাস্তায় ময়লা থাকায় কটু গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। এতে যান চলাচলের পাশাপাশি ব্যবসায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রায় ৩০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য পরিষ্কার করার দাবি করেছে দুই সিটি কর্পোরেশন।