পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে ইডির চার্জশিট

পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে ইডির চার্জশিট

পি কে হালদার সহ অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (১৩ জুলাই) এ চার্জশিট জমা দেন তারা।

ভারতীয় আইন অনুযায়ী গ্রেপ্তারের ৫৯ দিনের মাথায় চার্জশিট পেশ করেন ইডির আইনজীবি অরিজিত চক্রবর্তী। তবে এতে পি কে হালদার ও তার সহকর্মীদের নতুন কোন ধারায় অভিযুক্ত করা হয়নি। আগে থেকেই আরোপ করা প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক্ট মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।

চার্জশিটে অভিযুক্ত ৬ জন ছাড়াও আরও দুই সংস্থার নামও যুক্ত করেছে ইডি।

দেশটিতে এখন পর্যন্ত ৮৮ টি ব্যাংক একাউন্ট, ২২টি বিলাসবহুল বাড়ি ও ৩শ' কোটি রুপীর খোজ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও তদন্তে সামনে এসেছে আবাসন খাতে পি কের কোটি কোটি কোটি রুপির বিনিয়োগের তথ্যও।