সপ্তাহের শেষ দিকে গরম থেকে মুক্তি মিলতে পারে

সপ্তাহের শেষ দিকে গরম থেকে মুক্তি মিলতে পারে

দেশের কয়েকটি এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে গরমে দুর্ভোগ পোহাচ্ছে এসব এলাকার মানুষ। তবে সপ্তাহের শেষ দিকে এই গরম থেকে মুক্তি মিলতে পারে। আবহাওয়া অধিদপ্তর এমন পূর্ভাবাস দিয়েছে।

আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পঞ্চগড়, নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

ঢাকা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় একই প্রবণতা দেখা যেতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আছে।

গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙামাটিতে, ২৫ ডিগ্রি সেলসিয়াস।