তিস্তা-ব্রহ্মপুত্রে তীব্র নদী ভাঙন, সব হারিয়ে দিশেহারা মানুষ

তিস্তা-ব্রহ্মপুত্রে তীব্র নদী ভাঙন, সব হারিয়ে দিশেহারা মানুষ

গাইবান্ধায় কমছে নদ-নদীর পানি সেই সঙ্গে ২০টি পয়েন্টে ভাঙছে তিস্তা ও ব্রহ্মপুত্র। ভাঙনের তীব্রতায় এরইমধ্যে বিলীন ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জের ৫ শতাধিক বসত ঘর। নদী গর্ভে এক হাজার হেক্টর ফসলি জমি।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন খনন না হওয়ায় এই পরিস্থিতি। শিগগিরই ব্যবস্থা নেয়া না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু রায়হান জানায়, ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ চলছে। পানি কমে গেলে দীর্ঘ মেয়াদী কাজ করা হবে।

ভাঙন রোধে, দ্রুত ব্যবস্থা না নিলে, বিলীন হতে পারে জেলার ১০ হাজার ঘরবাড়ি ও ২২শ' হেক্টর ফসলি জমি।