ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন—রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১), উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বড়বিল গ্রামের মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০) ও একই এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫)। আহত হয়েছেন রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)।

শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় ট্রাক। এতে পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত হাবিবুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।