এখানে বিরোধে সৌদি-ইরান!

ওআইসির সংস্কার ও ভারতকে পর্যবেক্ষক করার প্রস্তাব ঢাকার

ওআইসির সংস্কার ও ভারতকে পর্যবেক্ষক করার প্রস্তাব ঢাকার

ঢাকা, ৬ মে (জাস্ট নিউজ) : ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। আগামী এক বছর বাংলাদেশ এ দায়িত্বে থাকবে।

শনিবার সকাল থেকে ঢাকায় শুরু হওয়া সংস্থাটির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধনীর সূচনাতেই বিগত বছরে ৪৪তম চেয়ার হিসাবে দায়িত্ব পালনকারী আইভোরি কোস্টের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে চেয়ারম্যানশিপ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ওই দায়িত্ব গ্রহণের পর মাহমুদ আলীর সভাপতিত্বেরই উদ্বোধনী অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় ওআইসির ব্যাপক সংস্কারের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বিশ্বে এমন দেশও রয়েছে যেখানে ওআইসি জোটভুক্ত অনেক মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি মুসলমান বসবাস করেন। কিন্তু ওই দেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের কারণে মুলমানরা হয়তো সেখানে সংখ্যালঘু।’ ওই সব দেশের সঙ্গে ওআইসির সংযোগ বাড়াতে সংস্থার কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনার সুপারিশ করলেও মন্ত্রী সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি। ওআইসির অনুষ্ঠানে দেয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা উদ্ধৃত করে গতকাল দিল্লির সংবাদমাধ্যম এ নিয়ে রিপোর্ট করেছে। সেখানে ভারতকে ওআইসির পর্যবেক্ষক করতে বাংলাদেশ কাজ করছে বলে জানানো হয়েছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো অবশ্য এটি উড়িয়ে দেয়নি।

ওআইসি সংশ্লিষ্ট ঢাকার কূটনীতিকরা বলছেন, ভারতে কয়েক কোটি মুসলিমের বসবাস। দেশটি ওআইসিতে পর্যবেক্ষক স্ট্যাটাস পাবে কি-না তা জেদ্দাই সিদ্ধান্ত নেবে। কেবল ভারত বা বিশেষ কোনো রাষ্ট্র নয়, ঢাকা সামগ্রিকভাবে ওআইসির সংস্কার চেয়েছে। ওদিকে সৌদি-ইরান বিদ্যমান বিরোধ স্পষ্ট হওয়ার মধ্যদিয়েই ঢাকায় ওআইসির সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় সেই বিরোধের ইঙ্গিত ছিল। যার ফলে প্রথম কার্যকরি (ক্লোজডোর) সেশনে এজেন্ডা চূড়ান্তকরণের আলোচনায় বসেই ইরানের প্রতিনিধি অনেক বিষয়ে তাদের আপত্তির (রিজারভেশন) কথা জানান। সৌদি প্রতিনিধিরাও তাদের মতো করে আলোচনা চালিয়ে যান। মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত এজেণ্ডা চূড়ান্তকরণের আলোচনা চলে। পরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সংবাদ সম্মেলন করা কথা থাকলেও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের কারণে সেটি বাতিল করা হয়। উল্লেখ্য রাশিয়া ও থাইল্যান্ড ওআইসির পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ঢাকা সম্মেলনে অংশ নিয়েছে।সূত্র : মানবজমিন

 

(জাস্ট নিউজ/জেআর/১০০০ঘ.)