সাংবাদিকদের ভূমিকা এখন আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

সাংবাদিকদের ভূমিকা এখন আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত

সাংবাদিকদের ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার সন্ধ্যায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য আয়োজিত এক সংবর্ধনায় তিনি এমন মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পিটার হাস বলেন, “আপনাদের পেশাটি মহৎ, এবং গোটা বিশ্বে, ক্রমবর্ধমানভাবে, এটি একটি কঠিন ও বিপজ্জনক পেশা। সাংবাদিকেরা তাদের দেশে ঘটতে থাকা ঘটনাগুলো নিজদেশের নাগরিকদের জানানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়ঃ ওই অনুষ্ঠানে অন্যান্য মিশনের বিদেশী কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।