সিদ্দিকবাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

রাজধানী সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মো. আজম মির্জা (৩৬) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ২৪ জনে দাঁড়ালো।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া আজম মির্জার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল।

নিহতের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলে। বর্তমানে মগবাজার মধুবাগ এলাকায় থাকতেন। নিহত দুই ভাই তিন বোন। তিনি বাংলাদেশ সেনেটারী এন্টারপ্রাইজ একটি দোকানে চাকরি করতেন।