ওয়ারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

ওয়ারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোড এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় ৬ জন দগ্ধ হয়েছেন। গত রাত আড়াইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। তাদের দ্রুত শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. সুমন ওরফে হেলাল ((৪০) আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মোঃ সোহেল(৩৫), মোঃ আনোয়ারুল (২১) ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ওয়ারীর পুরোনো থানার পাশে টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামত কাজ করার সময় আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জান ডা. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় থেকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে পাঁচজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে- মোহাম্মদ সোহেলের ৮০ শতাংশ, মোহাম্মদ মামুনের ১২ শতাংশ, মোহাম্মদ ইনামুলের ২২ শতাংশ, মো. হেলালের ১০ শতাংশ ও আব্দুর রশিদের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে।

এদের মধ্যে আব্দুর রশিদকে ছেড়ে দেয়া হবে। এদের মধ্যে এনামুল ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।