অর্থনৈতিক লক্ষ্য উন্নয়নের তাগিদ দিয়ে হাসিনাকে বাইডেনের চিঠি, জানাননি অভিনন্দন

অর্থনৈতিক লক্ষ্য উন্নয়নের তাগিদ দিয়ে হাসিনাকে বাইডেনের চিঠি, জানাননি অভিনন্দন

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চিঠিতে বাংলাদেশের উন্নয়নে দেশটির সমর্থনের কথা উল্লেখ থাকলেও জাল ভোটে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানি বাইডেন। রবিবার সকালে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

চিঠিতে প্রেসিডেন্ট জো বাইডেন লিখেছেন,  ‘বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থন এবং একটি অবাধ ও মুক্ত ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্ন পূরণে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্র প্রশাসন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীর মতো ইস্যুগুলোতে গুরুত্ব দিবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।