১১০ জনের ছাত্রত্ব বহাল, গণস্বাস্থ্য মেডিকেলকে ১০ লাখ টাকা জরিমানা

১১০ জনের ছাত্রত্ব বহাল, গণস্বাস্থ্য মেডিকেলকে ১০ লাখ টাকা জরিমানা

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫০ আসনের জায়গায় ভর্তি করা ১১০ জনের সবার ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। ছাত্রত্ব বহাল থাকায় ছাত্রছাত্রীরা এ সময় আনন্দে চিৎকার করে উঠেন।

জরিমানার এই টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। গণস্বাস্থ্য মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। যা ২টি দাতব্য প্রতিষ্ঠানে দান করতে করতে বলা হয়েছে।

এর আগে প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দিয়েছিলো হাইকোর্ট। ২০১০ সাল থেকে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমতি ছিল। ২০২১ সালে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে ৫০ জন শিক্ষার্থী গণস্বাস্থ্য মেডিকেল কলেজে বেশি ভর্তি করা যাবে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে তখন মাত্র ১০ জন বাড়িয়ে ৬০ জন ভর্তির অনুমতি দেওয়া হয়।