বান্দরবানে কেএনএফের হামলায় পর্যটকসহ আহত ৪

বান্দরবানে কেএনএফের হামলায় পর্যটকসহ আহত ৪

বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলায় আজ রোববার সকালে তিন পর্যটকসহ চারজন আহত হয়েছে। এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছে।

এদিকে রুমা এবং থানচি উপজেলায় সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কেএনএফ দু’টি উপজেলা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। আটকা পড়েছেন বহু পর্যটক ও যাত্রী। ফলে জনদুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয়রা জানান, গত ১৩ ফেব্রুয়ারি রুমায় সচেতন নাগরিক সমাজের একটি বিক্ষোভ মিছিল থেকে সেখানে কয়েকটি বম সম্প্রদায়ের বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয় এক পাড়া কারবারি। এ ঘটনার জের ধরে বম সম্প্রদায়ের সংগঠন কেএনএফ আজ সকাল থেকে রুমা এবং থানচি উপজেলায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার সড়কগুলোও বন্ধ করে দিয়েছে তারা। এতে করে আটকা পড়েছেন বহু পর্যটক। যেসব পর্যটক রুমা ও থানচিতে বেড়াতে গিয়েছিল তারা এখন বান্দরবানে আসতে পারছেন না। অন্যদিকে বান্দরবান সদর থেকেও পর্যটকরা সেখানে যেতে পারছে না।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন জানান, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।