‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে ফ্লাইওভারে বৃষ্টির পানি জমে’

‘বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেখানে ফ্লাইওভারে বৃষ্টির পানি জমে’

ঢাকা, ১ জুন (জাস্ট নিউজ) : বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা নতুন কিছু নয়। তবে এ জলাবদ্ধতা নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি ছাড়িয়ে এখন পৌঁছেছে ফ্লাইওভারে।

এমন চিত্র দেখা গেছে মগবাজার-মৌচাক, খিলগাঁও ও মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে। বৃষ্টি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরও ফ্লাইওভারে পানি জমে ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণে ফ্লাইওভারে পানি জমছে। এভাবে পানি জমলে যানচলাচলে ঝুঁকির পাশাপাশি ফ্লাইওভারের দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, ফ্লাইওভারে জলাবদ্ধতা কোনোভাবেই মেনে নেওয়ার নয়। নকশায় ত্রুটি ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা না নিয়ে একের পর এক ফ্লাইওভার নির্মাণ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এ নিয়ে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তূজা তার ফেসবুকে লিখেছেন- বাংলাদেশই সম্ভবত পৃথিবীতে একমাত্র দেশ, যে দেশের ফ্লাইওভারে বৃষ্টির পানি জমে থাকে। আমরা যে পৃথিবীর সবচেয়ে বেশি ব্যয়ে সবচেয়ে নিম্নমানের ত্রুটিপূর্ণ ফ্লাইওভার- রাস্তা নির্মাণ করি, তার একটি উদাহরণ মগবাজার-মৌচাক ফ্লাইওভার।

(জাস্ট নিউজ/জেআর/১৩৫০ঘ.)