পররাষ্ট্র সচিব-বার্নিকাট বৈঠক

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ

ঢাকা, ৬ জুন (জাস্ট নিউজ) : ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা বন্ধে সরকারের তরফে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় ফের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বুধবার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এ নিয়ে বিস্তৃত আলোচনা করেন তিনি।

সেখানে গত ৩০ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বার্নিকাট মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় মৃত্যুতে যে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই প্রসঙ্গও আসে। মানবাধিকার সংবেদনশীল রাষ্ট্র হিসেবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিস্তারিত তুলে ধরেন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।

সেগুনবাগিচায় মধ্যাহ্নের ওই বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকাস অনুবিভাগ এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাজনৈতিক বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রমতে, সেখানে প্রধানমন্ত্রীর আসন্ন কানাডা সফর এবং জি-সেভেন আউটরিচ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে আলোচনা হয়।

(জাস্ট নিউজ/একে/২৩৫৯ঘ.)