বিএনপির সঙ্গে সংলাপ

টেলিফোনে কঠিন সম্পর্কেরও বরফ গলে: কাদের

টেলিফোনে কঠিন সম্পর্কেরও বরফ গলে: কাদের

ঢাকা, ২৯ জুলাই (জাস্ট নিউজ) : আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ‘সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকা ভালো। টেলিফোনে যোগাযোগ করা হলে কঠিন সম্পর্কেরও বরফ গলে।’

রবিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই, সময়ও নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের জন্য বিএনপি সব সময়ই প্রস্তুত রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফোন করলে আমরা ফোন ব্যাক করব।’

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কোনো শর্ত দিলে ফোন দিতে রাজি নই। আমি কল করলে উনি (মির্জা ফখরুল) কল করবেন শর্তযুক্ত। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না।’

সিটি করপোরেশন নির্বাচন ভালো হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জিতলে ভালো আর না জিতলে নির্বাচন ভালো না, এই সংস্কৃতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।’

(জাস্ট নিউজ/এমআই/১৩৪০ঘ.)