সায়েন্স ল্যাবে ট্রাফিক পুলিশের বাইকে আগুন

সায়েন্স ল্যাবে ট্রাফিক পুলিশের বাইকে আগুন

ঢাকা, ২ আগস্ট (জাস্ট নিউজ) : দুই কলেজ শিক্ষার্থীকে বাস চাপায় হত্যায় ঘটনায় ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দালনের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাফিক পুলিশের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপরে সায়েন্স ল্যাব মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের মোটরবাইকের লাইসেন্স দেখতে চায় শিক্ষার্থীরা। এ সময় তিনি লাইসেন্স না দেখিয়ে বরং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, ওই পুলিশ সার্জেন্ট আমাদের একজনকে ধাক্কা দেয়। তখন ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মোটরবাইক ফেলে দৌঁড় দেন। পরে তাকে ঘিরে ফেলে পিটুনি দেওয়া হয়। আহত ট্রাফিক সার্জেন্ট বায়েজিদকে পরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়।

এদিকে, বিক্ষোভকারীরা তার মোটরসাইকেলটি জ্বালিয়ে দেয়। এ ঘটনার পর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ঘিরে উত্তেজনা চলছে।

(জাস্ট নিউজ/একে/১৮৫৮ঘ.)