৮ম দিনের মতো রাজপথে অবস্থান

শাহবাগ, রামপুরা, বাড্ডায় ছাত্রদের অবস্থান

শাহবাগ, রামপুরা, বাড্ডায় ছাত্রদের অবস্থান

ঢাকা, ৫ আগস্ট (জাস্ট নিউজ) : নিরাপদ সড়কের দাবিতে এবং গতকাল জিগাতলায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়, রামপুরা ও বাড্ডায় ৮ম দিনের মতো রাজপথে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা এ অবস্থান কর্মসূচি শুরু করে।

শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমায়েত হয়েছে।

সকাল ১১টা থেকে তারা শাহবাগ মোড়ে জমায়েত হতে থাকে। গতকাল জিগাতলায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও নিরাপদ সড়কের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচী শুরু করেছেন। শিক্ষার্থীরা শগবাগ মোড়ে অবস্থান নেয়ায় কাটাবন সড়ক, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এছাড়াও রাজধানীর রামপুরায়ও শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন। রামপুরার আফতাব নগর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বনশ্রী ওভারব্রিজ এলাকায় রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।

(জাস্ট নিউজ/এমআই/১২৪১ঘ.)