ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. কামাল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. কামাল

ঢাকা, ২৩ সেপ্টেম্বর (জাস্ট নিউজ) : বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে তল্লাশি, জব্দ ও গ্রেফতার করার জন্য পুলিশকে যে ক্ষমতা দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন পাস করা হয়েছে, তার তীব্র নিন্দা জানাই। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে।

রবিবার ইডেন কমপ্লেক্সস্থ গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সংসদ ভেঙে দিয়ে দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করার আহ্বানও জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সেই সাথে এই জাতীয় ঐক্য জেলা, উপজেলা ও গ্রাম পর্যায় পর্যন্ত বিস্তৃত করার জন্য দলের নেতাকর্মীসহ ঐক্য প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

ড. কামাল হোসেন বলেন গণতন্ত্র, আইনের শাসন ও একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজ সারাদেশে জাতীয় ঐক্য গড়ে উঠেছে। এই ঐক্য গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে।

(জাস্ট নিউজ/একে/১৯২৬ঘ.)