যুক্তরাষ্ট্রে তারেক রহমানের জন্মদিন পালিত

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের জন্মদিন পালিত

যুক্তরাষ্ট্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন পালিত হয়েছে।

জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্স প্যালেসে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে তারেক রহমান জন্মবার্ষিকী উদযাপন কমিটি।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা, প্রধান বক্তা ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, বি এন পির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, মোশারফ হোসেন সবুজ, ওমর ফারুক, মোহাম্মদ মাজাহার রবিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক মোহাম্মদ সুরুজজামান, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দীন ঠাকুর, পেনসিলভেনিয়া স্টেট বিএনপি সভাপতি শাহ ফরিদ, মিশিগান স্টেট বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদল সহসভাপতি আতিকুল হক আহাদ, নিউইয়র্ক মহানগর বিএনপি সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুক্তরাষ্ট্র জাসাস সাধারন সম্পাদক কাউছার আহমেদ, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি তারিক চৌধুরী দিপু, জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি সাইদুর খান ডিউক, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক মোতাহার হোসেন, মাহবুবুর রহমান মুকুল, তৌহিদ স্মৃতি সংসদ সভাপতি নুর আলম, যুবনেতা আহছান উল্লাহ মামুন, যুবদল নেতা মাইনুল হাসান মুহিত, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম জনি, নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, সিনিয়র যুগ্ম সম্পাদক রইজ উদ্দীন, সাবেক ছাত্র নেতা মঞ্জুর মোর্শেদ, জর্জিয়া বিএনপি নেতা ইন্জি মাহবুব আহমেদ এবং ছাত্রনেতা মিরন প্রমুখ।

অনুষ্ঠানে নেতা-কর্মীদের স্লোগান আর করতালির এক আনন্দঘন পরিবেশে তারেক রহমানের জন্মদিনের কেক কাটা হয়।

দোয়া মাহফিলে তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ।