কোনো সংলাপ ব্যর্থ হয় না, সম্ভাবনার সৃষ্টি হয়: আ স ম রব

কোনো সংলাপ ব্যর্থ হয় না, সম্ভাবনার সৃষ্টি হয়: আ স ম রব

ঢাকা, ৩০ অক্টোবর (জাস্ট নিউজ) : বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে যাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘কোনো সংলাপ ব্যর্থ হয় না। একটি সম্ভাবনার সৃষ্টি হয়।’

মঙ্গলবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্টের সব দলের প্রতিনিধি থাকবেন। আজ প্রধানমন্ত্রী সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে আলোচনা হচ্ছে হবে এবং চলবে। ’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সব দল যেন অংশগ্রহণ করতে পারে, ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এসব বিষয়ে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করবো। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি নিয়েও আলোচনা করবো।’

প্রধানমন্ত্রীর সংলাপের চিঠিতে বলা আছে, সংবিধান সম্মত যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রব বলেন, ‘সংবিধান জনগণের জন্য নাকি জনগণের জন্য সংবিধান? দেশটা জনগণের জন্য নাকি জনগণের জন্য দেশ? সুতরাং জনগণ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বার্থে সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে।’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে জেএসডি সভাপতি বলেন, ‘আমরা মনে করি তার (খালেদা জিয়া) এই মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক। সাবেক প্রধানমন্ত্রী দুই, তিন কোটি টাকা আত্মসাৎ করতে পারেন এটা মানুষ বিশ্বাস করে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

আ স ম রব বলেন, ‘সংলাপ ছাড়াও পরবর্তীতে ঢাকা, রাজশাহী, বরিশালসহ আমাদের আরো অনেক প্রোগ্রাম আছে। সুশীল সমাজের সঙ্গে, সম্পাদকদের সঙ্গে আমাদের বৈঠক আছে। ওলামা মাশায়েখদের সঙ্গে, পেশাজীবীদের সঙ্গে, শ্রমজীবীদের সঙ্গে আমাদের বৈঠক আছে।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে পুরো জাতি তাকিয়ে আছে দেশের আজ যে ক্রান্তিলগ্ন সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমরা কথা বলব কি বলব না সেটার দিকে। আজকে প্রধানমন্ত্রীর এই সংলাপের আমন্ত্রণের মধ্য দিয়ে একটি দরজা খোলা হলো।’

জেএসডি সভাপতি বলেন, ‘জাতীয় সমস্যার জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ নির্বিচারে জীবন দিয়েছে। তাদের যে আকাঙ্ক্ষা, চেতনা এবং তাদের লক্ষ বাস্তবায়নে কাজ করছে ঐক্যফ্রন্ট। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন যেন হতে পারে, সবাই যাতে ভোট দিতে পারে, এগুলো নিয়ে সাত দফার আলোকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন- জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরীসহ অনেকে।

(জাস্ট নিউজ/একে/২০৫৯ঘ.)