মন্ত্রিপরিষদের বৈঠকে সেই ৪ টেকনোক্র্যাট মন্ত্রী

মন্ত্রিপরিষদের বৈঠকে সেই ৪ টেকনোক্র্যাট মন্ত্রী

ঢাকা, ২৬ নভেম্বর (জাস্ট নিউজ) : আজকের মন্ত্রিসভার বৈঠকে পদত্যাগ করা চার টেকনোক্র্যাট মন্ত্রী উপস্থিত ছিলেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, যদিও বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়। তারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন।

গত ৬ নভেম্বর মন্ত্রিসভায় নির্দেশনার পর চার টেকনোক্র্যাট মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন- ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তবে পর দিন ৭ নভেম্বর টেকনোক্র্যাট চার মন্ত্রীকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করতে বলা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এখন থেকে প্রতিবছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস’-এর পরিবর্তে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হবে।

মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে আজকের বৈঠকে কোম্পানি (সংশোধন) আইন-২০১৮ এর খসড়ার নীতিগত অনুমোদন এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৯২৪ঘ.)