ফের নানা রহস্য

স্বৈরাচার এরশাদ এখন কোথায়?

স্বৈরাচার এরশাদ এখন কোথায়? স্বৈরাচার এরশাদকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কার্টুন: ছবি ইন্টারনেট থেকে নেয়া

ঢাকা, ২৭ নভেম্বর (জাস্ট নিউজ) : চলমান দশম জাতীয় সংসদের কথিত বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে আবারো অপার রহস্য শুরু হয়েছে।

নির্বাচন ঘনিয়ে এলেই তাকে নিয়ে নানা রহস্য দানা বাধে। এবারো তার ব্যতিক্রম নয়।

২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনের আগের পরিস্থিতি সবার জানা। দুই সপ্তাহ আগে হঠাৎ খবর এলো স্বৈরাচার এরশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরেননি। তিন দিন পর আত্মপ্রকাশ করলেন।

বলা হলো, তিনি গুলশানের কোনো একটি বাড়িতে বিশ্রামে ছিলেন। আসলে কি তাই? নানা প্রশ্ন যখন বাতাসে উড়ে বেড়াচ্ছিল তখন আবারো এরশাদকে নিয়ে খবর চাউর হয়েছে।

বলা হচ্ছে, তাকে বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কে পাওয়া যাচ্ছে না। হাসপাতালেও নেই। তা কি করে হয়? জাপার কোনো নেতাই এখন মুখ খুলছেন না।

নাম প্রকাশ না করা শর্তে জাপার এক নেতা বললেন, অজ্ঞাত কারণে তিনি হয়তো চুপ কিংবা বা ঠিকানাবিহীন হয়ে আছেন। আসন ভাগাভাগি নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। অবশ্য অন্য একটি সূত্র বলছে, এরশাদ গুরুতর অসুস্থ। তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হতে পারে। তাই যদি হবে তাহলে কেন এতো লুকোচুরি?

(জাস্ট নিউজ/এমআই/১৩৫৬ঘ.)