জামান টাওয়ারের আগুন উদ্দেশ্যপ্রণোদিত: ঐক্যফ্রন্ট

জামান টাওয়ারের আগুন উদ্দেশ্যপ্রণোদিত: ঐক্যফ্রন্ট

ঢাকা, ২৮ ডিসেম্বর (জাস্ট নিউজ) : রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে লাগা আগুনের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার আগুন লাগার পর এ অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম।

তিনি বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছি।

লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

(জাস্ট নিউজ/একে/১৮১৯ঘ.)