সব জায়গায় দলীয়করণ করা হয়েছে, তাই মামলা করবো না: কাদের সিদ্দিকী

সব জায়গায় দলীয়করণ করা হয়েছে, তাই মামলা করবো না: কাদের সিদ্দিকী

একাদশ সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনলেও এ ব্যাপারে কোন মামলা করবে না কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা। একইসঙ্গে এই নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে কোন ধরনের নির্বাচনে যাবে না দলটি।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো, তারা সবাই মামলা করবে। এমনকি যারা বিজয়ী হয়েছিলো তারাও মামলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু আমি মনে করি, এই ধরনের মামলা করে কোন লাভ হবে না। কারণ সরকার সব জায়গায় দলীয়করণ করে রেখেছে। তারা বসেই আছে- এসব মামলা নিস্পত্তি করার জন্য। এজন্য আমরা কোন মামলা করবো না।

তিনি বলেন, বর্তমান যারা নির্বাচিত সংসদ সদস্য বলে দাবি করেন, তাদেরকে জনগণ ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে, এমন একটি দিনও আসতে পারে। এজন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে।

এমআই