সিইসি কায়দা করে বলে দিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি: ড. কামাল হোসেন

সিইসি কায়দা করে বলে দিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি: ড. কামাল হোসেন

বাংলাদেশের সংবিধান প্রণেতা, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচন যে সুষ্ঠু হয়নি সিইসি তার বক্তব্যের মাধ্যমে কৌশলে তা জানিয়ে দিয়েছেন।

শনিবার বিকালে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে।

তিনি জানান, গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খানের সংসদে শপথ নেয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে।

ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে কাজ করে যেতে হবে।

সভায় আরো বক্তব্য দেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

এমআই