বিএসএমএমইউ হাসপাতালে যেতে রাজি নন খালেদা জিয়া : কারা কর্তৃপক্ষ

বিএসএমএমইউ হাসপাতালে যেতে রাজি নন খালেদা জিয়া : কারা কর্তৃপক্ষ

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতালে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তিনি সেখানে যেতে রাজি নন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রবিবার বেলা পৌনে ১২টায় ঢাকার পুরোনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‌‌‘উনি ‘না’ করে দিয়েছেন, উনি যাবেন না।’

আজ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেওয়ার কথা ছিল। এজন্য বিএসএমএমইউ-এর ৬২১ ও ৬২২ নম্বর কেবিন প্রস্তুত রাখা হয়েছিল।

কারাগার সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন হাসপাতালে আসতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তার পরও পুলিশের তৎপরতা ও হাসপাতালের যে তৎপরতা তাতে বোঝা যাচ্ছে কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছেন। বেগম খালেদা জিয়া ইচ্ছে প্রকাশ করলে যেকোনো সময় তাকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার আশ্বাস দিয়েছিলেন।

এমজে/