ভারতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে বাংলাদেশে হয়নি: আমীর খসরু

ভারতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে বাংলাদেশে হয়নি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভারতের জনগণ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে যা বাংলাদেশে হয়নি।’ তিনি বলেন, ‘ভারতে গণতন্ত্র সফল হয়েছে।’

শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আমীর খসরু।

আমীর খসরু বলেন, ‘ভারতের নির্বাচনে সবচেয়ে ভালো দিক হচ্ছে ভারতের লোকজন ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। যেটা বাংলাদেশের জনগণ পারে নাই।’ তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ভারতের নির্বাচনের ফল সম্পর্কে দলীয় প্রতিক্রিয়া জানানোর সময় খসরু আরো বলেন, ‘ভারতে গণতন্ত্র সফল হয়েছে। কারণ দেশটি লোকসভা নির্বাচনে তাদের জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে পারে।’

সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে ভারতে গণতন্ত্র আরো শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি জনগণের ভোটে নির্বাচনে বিজয়ী হয়েছে। জনগণ তাদের ভোটে বিজেপির পক্ষে রায় দিয়েছেন।’

আমীর খসরু জানান, মোদির উদ্দেশে তাদের দলের অভিনন্দন বার্তা খুব শিগগিরই ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো হবে।

তিনি আরো জানান, বিএনপি চায় যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের নতুন সরকার যাতে দুই দেশের জনগণের স্বার্থকে গুরুত্ব দেয়।

এমআই