অনির্বাচিত সরকারের মন্ত্রীরা চামড়া নিয়ে অর্বাচীনের মতো কথা বলছে: মির্জা আলমগীর

অনির্বাচিত সরকারের মন্ত্রীরা চামড়া নিয়ে অর্বাচীনের মতো কথা বলছে: মির্জা আলমগীর

অনির্বাচিত সরকার বলেই চামড়া নিয়ে মন্ত্রীরা অর্বাচীনের মতো কথা বলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে অর্থনীতি ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে সরকার।মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী হওয়ার কিছু নেই।

মির্জা আলমগীর বলেন, ‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একটা অনির্বাচিত সরকার কখনই দেশ চালাতে পারে না। তারা অবৈধ। জনগণের কোনো ম্যান্ডেট তাদের প্রতি নেই। পার্লামেন্ট বলুন আর সরকার বলুন- এখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই।’

এ সময় সরকার বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করছে বলেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যায়বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমআই