নতুন প্রধান বিচারপতির শপথ

নতুন প্রধান বিচারপতির শপথ

ঢাকা, ৩ ফেব্রুয়ারি (জাস্ট নিউজ) : নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে প্রেসিডেন্ট আব্দুল হামিদ শনিবার সন্ধ্যায় বিচারপতি মাহমুদ হোসেনকে শপথবাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক প্রধান বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারকসহ অন্যান্য পদস্থরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন।

এদিকে জোরপূর্বক ছুটিতে যাওয়া ও বিভ্রান্তিমূলক পদত্যাগের কারণে প্রধান বিচারপতি এস কে সিনহার বিষয়টিও অমিমাংসিত রয়েছে।

(জাস্ট নিউজ/একে/১৯১০ঘ.)