সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপি

সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিএনপি

কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে উচ্চ আদালতের আদেশ দেখে পরবর্তী সময়ে বৈঠক ডেকে কর্মপন্থা ঠিক করবে বিএনপি।

আদেশ ইতিবাচক বা নেতিবাচক হলে করণীয় কী হবে তা নিয়ে নীতিনির্ধারকদের মতামত নিতে আজ সন্ধ্যায় স্থায়ী কমিটির মুলতবি বৈঠক ডাকা হয়েছে।

এর আগে শনিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক মুলতবি করা হয়। পুনরায় জামিন চেয়ে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কেএম জহিরুল হকের বেঞ্চে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিনের শুনানি শেষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার প্রতিবেদন বুধবারের মধ্যে জমা দিতে নির্দেশ দেন। আগামীকাল জামিন বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

জামিন শুনানির আগে পরবর্তী করণীয় চূড়ান্ত করতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য বলেন, বুধবার (আজ) সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলশানের কার্যালয়ে এ বৈঠক হবে।

এমজে/