নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ইশরাক

নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ইশরাক

নানা অনিয়মের অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ মামলা দায়ের করেন।

এর আগে সোমবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ‘ভোট কারচুপি ও অনিয়মের’ অভিযোগ এনে নির্বাচন কমিশনের জারি করা ফলাফলের গেজেট বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্য্যের আদালতে তাবিথের পক্ষে তার আইনজীবী এ কে এম এহসানুর রহমান এ আবেদন করেন।

তার আইনজীবী এহসানুর রহমান বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ার ভোট গ্রহণ ও ফলাফল গণনা পর্যন্ত নানা অনিয়ম ও কারচুপির তথ্য-উপাত্ত উপস্থাপন করে আমরা এই মামলা দায়ের করেছি। নির্বাচন কমিশন আতিকুল ইসলামকে উত্তর সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে যে গেজেট প্রকাশ করেছে, তা বাতিল এবং নতুন নির্বাচন চাওয়া হয়েছে মামলার আর্জিতে।