মির্জা আব্বাসের বিচার চলবে: আপিল বিভাগ

মির্জা আব্বাসের বিচার চলবে: আপিল বিভাগ

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের নিম্ন আদালতে বিচার চলবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ দুর্নীতির এই মামলায় বিচারকাজ স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন। এ মামলায় নিম্ন আদালতে এরই মধ্যে ৪৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

রাজধানীর রমনা থানায় ২০০৭ সালে মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ ৭ কোটি ৫৪ লাখ ৩২হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন তারা।

১৪ মে ২০০৮ এ মামলায় চার্জশিট দেয় দুদক। অভিযোগ গঠন হয় ১৬ জুন ২০০৮। ট্যাক্স আইনে বিচার হওয়ার পরও ফের দুদকের মামলায় কেন বিচার হচ্ছে এমন অভিযোগ এন হাইকোর্টে আসেন মির্জা আব্বাস। তবে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ ২০১৮ সালে তার আবেদন খারিজ করে দেন।

দুদক বলছে, নিয়মিতভাবে মামলা চললে দ্রুত এ মামলার বিচার শেষ হবে।